বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় শাহ নেওয়াজকে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নগরীর ১ নং বয়রা ক্রস রোডে শাহ‌ নেওয়াজ হত্যাকা‌ন্ডের সা‌থে সম্পৃক্ততার অ‌ভি‌যো‌গে পু‌লিশ নুর ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার ক‌রে‌ছে। বুধবার সকা‌লে তাকে খুলনা মে‌ডি‌কেল ক‌লে‌জের পিছন থে‌কে গ্রেপ্তার করা হয়। সে হাফিজ নগর রাঙ্গা মিয়ার ব‌স্তির বাবু হাওলাদা‌রের ছে‌লে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ সোবহান মোল্লা জানান, নুর ইসলাম এ হত্যা মামলার এজাহার নামীয় আসা‌মি। আজ সকা‌লে তি‌নি জান‌তে পা‌রে আসা‌মি খুলনা থে‌কে পা‌লি‌য়ে যা‌চ্ছে। এ সংবাদ পে‌য়ে পু‌লিশ তা‌কে খু‌মেক হাসপাতা‌লের পিছন থে‌কে সকাল ১০ টায় গ্রেপ্তার ক‌রে। সে হত্যাকা‌ন্ডের সকল বিবরণ পু‌লি‌শের কা‌ছে দি‌য়ে‌ছে। হত্যাকা‌ন্ডের সময় ঘটনাস্থ‌লে ১২ জ‌নের উপ‌স্থি‌তি ছিল। সে অ‌নেক গুরুত্বপূর্ণ তথ্যও দি‌য়ে‌ছে যা তদ‌ন্তের স্বা‌র্থে গোপন রাখা হ‌য়ে‌ছে। মামলার আলামত হি‌সে‌বে তি‌নি সেখান থে‌কে এক‌টি টু‌পি, রক্তমাখা এক‌জোড়া বার্মিজ স্যান্ডেল ও গরু জবাই করা ধারা‌লো ছু‌রি উদ্ধার ক‌রেন।

মামলার অন্যান্য আসা‌মি‌দের গ্রেপ্তা‌রে অ‌ভিযা‌ন অব্যাহত র‌য়ে‌ছে ব‌লে তদন্ত কর্মকর্তা জ‌নি‌য়ে‌ছেন। এর আ‌গে নিহ‌তের ভাই মোঃ শামিম সোনাডাঙ্গা থানায় বাদী হ‌য়ে ৫ জনের নাম উ‌ল্লেখসহ আরও ১০ জন‌কে অজ্ঞাতনামা আসা‌মি ক‌রে মামালা দা‌য়ের ক‌রে, যার নং ৭।

মঙ্গলবার রাত সোয়া ৮ টায় ১ নং বয়রা ক্রস রো‌ড মোঃ সোহরাব হো‌সেন খা‌নের বাড়ী‌তে ঢু‌কে সন্ত্রাসীরা শাহ নেওয়াজ কে এ‌লোপাথা‌ড়ি কু‌পি‌য়ে জখম ক‌রে ফে‌লে রেখে যায়। প‌রে এলাকাবাসী উদ্ধার ক‌রে খু‌মেক হাসপালা‌লে নি‌লে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন