বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় মোবাইলে কথা শেষ করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ফুলতলা প্রতিনিধি

মোবাইল ফোনে কথা বলতে বলতে ফোনটা খাটের উপর রেখে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে খাদিজা খাতুন (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটে রোববার বেলা ২টায় ফুলতলার ডাউকোনা গ্রামে। তিনি ঐ গ্রামের রেজাউল ইসলাম সরদারের কন্যা।  তিনি জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের বিএম শাখা থেকে এ বছর এইচএসসি পাস করেন।

পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় খাদিজার পিতা রেজাউল বাজারে এবং মাতা মর্জিনা বেগম আত্মীয় বাড়িতে ছিলেন। একমাত্র ভাই ও একই শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণির ছাত্র টিটো বাড়ির আঙিনায় খেলছিল। ঘটনার বিবরণ দিয়ে টিটো জানায়, ঘরের ভেতর আপা মোবাইল ফোনে যেন কার সাথে কথা বলছিল। কিছুক্ষণ পরে ঘরে গিয়ে আড়ার সাথে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে তাকে ঝুলতে দেখা যায়। তার ব্যবহৃত মোবাইল ফোনটা খাটের উপর তার পায়ের নিচেই পড়েছিল। খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন