বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় বাসের ধাক্কায় জুট মিল ক্যান্টিন পরিচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রোববার বেলা দেড় টায় খুলনা-যশোর মহাসড়কে ফুলতলার চৌদ্দমাইল এলাকার ফুলতলা ফিলিং স্টেশনের সামনে ফুলতলাগামী অজ্ঞাত বাসের ধাক্কায় ভ্যানের যাত্রী শাহাবুদ্দিন মোড়ল ওরফে শিহাব (৩৪) এর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। এ সময় ভ্যান চালক বোরহান মোল্যা (২৫) আহত হন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, যশোর মনিরামপুরের মুজগুন্নী গ্রামের আবুল কাশেম মোড়লের পুত্র ও ফুলতলার আইয়ান জুট মিলের ক্যান্টিন পরিচালক শাহাবুদ্দিন মোড়ল কিছু মালামাল নিয়ে ফুলতলা বাজার থেকে ভ্যানযোগে মিলে যাচ্ছিলেন। ফুলতলা ফিলিং স্টেশনের সামনে পৌছালে ফুলতলাগামী অজ্ঞাত বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে। দ্রুত তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ভ্যান চালক গাড়াখোলা গ্রামের সরোয়ার মোল্যার পুত্র বোরহান মোল্যাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন