বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দাকোপে জেলা প্রশাসনের মানবিক সহায়তা বিতরণ

দাকোপ প্রতিনিধি

করোনা ভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধির প্রেক্ষিতে, সরকার কর্তৃক ঘোষিত সর্বাত্মক লকডাউনের ফলে কর্মহীন হয়ে যাওয়া সুন্দরবন বেষ্টিত দাকোপ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের তিন শতাধিক প্রান্তিক মানুষকে মানবিক সহায়তা বিতরণ করেছেন খুলনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় দাকোপ উপজেলায় মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী (চাল, ডাল, আলু, লবণ, কাঁচা মরিচ, ঢেঁরস, মিষ্টি কুমড়া ইত্যাদি) ও সাবান বিতরণ করা হয়।

নিম্ন আয়ের এসকল প্রান্তিক মানুষ জেলা প্রশাসকের কাছে থেকে খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদিকুর রহমান খান, অতিরিক্ত জেল প্রশাসক (এল. এ.) মোঃ মারুফুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

খুলনা গেজেট/ এস আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন