বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুমেকে ১৪০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক

খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ১৪০ জনের করোনা পজিটিভ এসেছে ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৫৬৩ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৩২২ জন খুলনা মহানগরী ও জেলার। এরমধ্যে ১৪০ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৭৯ জন, বাগেরহাট ৫১ জন, যশোর ৩ জন, সাতক্ষীরা ২ জন, নড়াইল ১ জন ও ঢাকা জেলার ১ জন রয়েছে।

এদিকে বুধবার (১৪ এপ্রিল) খুমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গোলাম সরোয়ার মোল্লা (৬৫) নামে এক রোগির মৃত্যু হয়। তিনি যশোর সদরের ঘোপ রহিম পুর এলাকার মোঃ আজগর আলী মোল্লা ছেলে। তিনি ৯ এপ্রিল খুলনা মেডিকেলে করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন