Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জেলা পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক

খুলনা জেলা পরিষদের উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃহস্পতিবার সকালে বৃত্তি প্রদান করা হয়েছে। জেলার প্রায় সাড়ে ৪’শ শিক্ষার্থী এই বৃত্তি পেয়েছেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সভাপতিত্ব করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, সদস্য শেখ আবু জাফর, কবির হোসেন, নাহার আক্তার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন পরিষদের সহকারি প্রকৌশলী হাফিজুর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান, প্রমুখ।
জেলা পরিষদ সূত্র জানায়, ২০১৮-১৯ এবং ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য খুলনা জেলার নাগরিকদের মধ্যে থেকে বাছাইকৃত মোট ৪৫০ জন শিক্ষার্থীদের মাঝে ১৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

খুলনা গেজেট/এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন