বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

করোনায় খুমেক হাসপাতালে আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) করোনা আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) খুমেকের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও মো. মিজানুর রহমান।

করোনায় মৃত ব্যক্তি হলেন, খুলনার ডুমুরিয়ার কৈয়া  বাজার এলাকার বাসিন্দা ইজাহার আলী’র ছেলে মফিজুর ইসলাম (৪৩)। তিনি দৈনিক আমাদের বাংলা পত্রিকার বাগেরহাট প্রতিনিধি ছিলেন। ৪ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই সাংবাদিক।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন