বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২
খুলনা লকডাউনের প্রথম দিন

বাইরে তালা ভিতরে ক্রেতা, অভিনব কায়দায় বেচাকেনা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

লকডাউনের প্রথম দিনে আজ খুলনায় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়েও খুলছে দোকান। নগরীর বড় বাজারে দোকানের ভিতরে ক্রেতা ঢুকিয়ে বাইরে থেকে তালা ঝুলিয়ে অভিনব কায়দায় চলছে বেচাকেনা।

সরেজমিনে গেলে দেখা যায়, আজ খুলনার বড় বাজারে অধিকাংশ দোকান বন্ধ থাকলেও কিছু দোকানের ভিতরে ক্রেতা ঢুকিয়ে বাইরে থেকে শার্টার টেনে তালা মেরে দেয়া হচ্ছে। বাইরে থাকা ব্যক্তি দাঁড়িয়ে করছেন ক্রেতার খোঁজ।
একদিকে শাটারে তালা ঝুলছে অপরদিকে দোকানের বাইরে দাঁড়িয়ে কর্মীরা লোকজনকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছেন ‘কী লাগবে’। ক্রেতা চাহিদা জানালে দোকানের তালা খুলে শাটার হালকা তুলে প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছেন তারা। ব্যবসায়ীরা বলছেন, সামাজিক দূরত্ব রেখে তারা ‘হালকা বেচাকেনা’ করছেন।

খুলনার বড় বাজার প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বেবি শপ, ইব্রাহিম ফ্যাশন সহ একাধিক দোকানে এভাবেই চলছে কেনা বেচার বন্ধ রাখা কার্যক্রম। এ বিষয়ে ইব্রাহিম ফ্যাশনের ম্যানেজারের সাথে কথা বললে তিনি জানান, আমরা গরীব মানুষ, পেটের দায়ে একটু সেকটু দোকান খুলেছি।

করোনা পরিস্থিতির মধ্যে নিষেধাজ্ঞা থাকার পরও বড় বাজারের যানজট লেগেই রয়েছে। ডাকবাংলা মোড়ে পুলিশ একাধিক মোটরসাইকেল থামিয়ে চালকদের বাজারে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছেন। ম্যাজিস্ট্রেট ধরলে জরিমানা হবে বলেও তাদের সতর্ক করা হচ্ছে। কিন্তু কে শোনে কার কথা।

খুলনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হেলাল হোসেন বলেন, লকডাউন যথাযথ কার্যকর করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এছাড়া সু-নির্দিষ্ট কোন তথ্য পাওয়া গেলে বা কেউ অভিযোগ করলে আমরা তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন