বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৬৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্র জানায়, আটককৃতরা হলেন সদর থানার নিক্সন মার্কেট এলাকার মোঃ শামসুল হকের ছেলে হোসেন ফরাজী (২৪), লবণচরা থানার কৃষ্ণনগর এলাকার মোঃ আবুল কালাম ব্যাপারীর ছেলে মোঃ রাকিবুল ইসলাম ইমু (২০), সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা মেইন রোড এলাকার আব্দুল রশিদ গাজীর ছেলে মোঃ মনিরুল ইসলাম গাজী (৩৮), লবণচরা থানার মাথাভাংগা এলাকার মৃত: জব্বার শেখের ছেলে মোঃ লিটন শেখ (৩২), শেখপাড়া বিকে রোড এলাকার মৃত: খোকন শেখের ছেলে মোঃ শামীম শেখ (৪২), হাজী ইসমাইল লিংক রোড এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ বাপ্পি হোসেন (২৮) এবং একই এলাকার মৃত: আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ শাহীদুজ্জামান রাব্বী (২৭)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন