বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

চুকনগরে মসজিদের গ্রীল কেটে দুঃসাহসিক চুরি

চুকনগর প্রতিনিধি

চুকনগরে এবার মসজিদের গ্রীল কেটে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। নিয়ে গেছে নগদ টাকাসহ মসজিদের মালামাল।

সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাতে কোন এক সময় উপজেলার চাকুন্দিয়া বায়তুল আমান জামে মসজিদের জানালার গ্রীল কেটে মুসল্লিদের­ জন্য ব্যবহৃত ৩টি সিলিং ফ্যান, সৌর বিদ্যুতের বড় ব্যাটারী, মসজিদের বাক্সে রাখা নগদ ৫হাজার টাকা, ইলেকট্রনিক ঘড়ি ও দান বাক্সের টাকাসহ প্রায় ৩০হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ডুমুরিয়া থানায় অভিযোগের ভিত্তিতে ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন