বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সাথে ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস হোসেন নগরীর খানজাহান আলী রোডের জামাতখানা মোড়ের মৃত মোঃ হায়াত আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্র জানিয়েছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে পিকচার প্যালেস মোড়ের রোড ডিভাইডারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা লাগে। মাথা ও বুকে প্রচণ্ড আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই নিহত হন ফেরদৌস হোসেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন