বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ইউ‌পি নির্বাচন স্থ‌গিত!

নিজস্ব প্রতিবেদক

আগামী ১১ এ‌প্রিল দে‌শের প্রথমধা‌পের ইউনিয়ন প‌রিষ‌দ নির্বাচন অনু‌ষ্ঠিত হওয়ার কথা র‌য়ে‌ছে। এ‌দি‌কে আজ দে‌শে এক‌দিনে স‌র্বোচ্চ ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছে। ই‌তিম‌ধ্যে ক‌রোনা প্রতি‌রো‌ধে ১৮ দফা সিদ্ধান্ত নি‌য়ে‌ছে সরকার। নির্বাচন স্থ‌গিত হ‌চ্ছে কিনা এমন প্রশ্ন ঘুরপাক খা‌চ্ছে সর্বত্র।

এ‌দি‌কে খুলনার কয়রা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার অ‌নি‌মেষ বিশ্বাস তাঁর ব‌্যবহৃত অ‌ফি‌সিয়াল ফেসবুক আই‌ডি`UNO Koyra Animesh Biswas` এ আজ সোমবার রা‌তে এক‌টি স্ট‌্যাটাস দেন। স্ট‌্যাটাস‌টি এমন, `পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কয়রা ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২১ স্থগিত করা হয়েছে।`

স্ট‌্যাটাস‌টি এ প্রতি‌বেদ‌কের নজ‌রে আসার প‌রে উপ‌জেলা নির্বাচন অ‌ফিসার অ‌নি‌মেষ বিশ্বা‌সের কা‌ছে জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, নির্বাচন স্থ‌গিত হ‌চ্ছে সত‌্য। কোন অ‌ফি‌সিয়াল প্রজ্ঞাপন পে‌য়ে‌ছেন কিনা জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, এখনও নির্বাচন স্থ‌গি‌তের ব‌্যাপা‌রে কোন অ‌ফি‌সিয়াল চি‌ঠি পাই‌নি। মৌখিক নি‌র্দেশনা পে‌য়ে‌ছি। ১ এ‌প্রিল নির্বাচন ক‌মিশন চূড়ান্ত প্রজ্ঞাপন জা‌রি কর‌বেন।

এ ব‌্যাপা‌রে খুলনা জেলা নির্বাচন অ‌ফিসার এম. মাজহারুল ইসলাম খুলনা গে‌জেট‌কে ব‌লেন, নির্বাচন স্থগিত করার কোন নি‌র্দেশনা এখনও আ‌সে‌নি ত‌বে নির্বাচ‌নের প্রশিক্ষণ স্থ‌গিত রাখার কথা বলা হ‌য়ে‌ছে। ১ এ‌প্রিল চূড়ান্ত সিদ্ধান্ত আস‌বে।

‌দিঘ‌লিয়া উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুবুল আলম ইউ‌পি নির্বাচন স্থ‌গি‌তের সরকা‌রি নি‌র্দেশনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ত‌বে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার জানান, ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট করোনার কারণে স্থগিত হবে কি-না, তা এখনও সিদ্ধান্ত হয়নি। আগামী ১ এপ্রিল কমিশন সভা ডাকা হয়েছে। সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

উ‌ল্লেখ‌্য, আগামী ১১ এ‌প্রিল দে‌শের ৩৭১‌টি ইউ‌নিয়ন প‌রিষ‌দে ও ১১‌টি পৌরসভায় নির্বাচন অনু‌ষ্ঠিত হওয়ার কথা র‌য়ে‌ছে।

খুলনা গে‌জেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন