বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

২৫মার্চ কালো রাত স্মরণে কেইউজে’র মোমবাতি প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের ২৫ মার্চের ভয়াল কালো রাতে বাংলাদেশের জনসাধারণের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় নিহতদের স্মরণে ও শহীদদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে খুলনা সাংবাদিক ইউনিয়ন।

বৃহস্পতিবার সন্ধায় খুলনা প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য চত্তরে মোমবাতি জ্বালিয়ে ২৫ মার্চের ভয়াবহতা স্মরণ করেন খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক মো: শাহ আলম, যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নূর হাসান জনি, এস এম কামাল, আবুল বাশার, সাইদা আক্তার রিনি, এম এম মিন্টু, আবুল বাশার, মো: হাসানুর রহমান তানজির, রাজু শাহা বিপ্লব, মেহেদী হাসান পলাশ, এমডি অসিম, শেখ শান্ত ইসলাম প্রমুখ।

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন