বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দাকোপে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এক চেয়ারম্যান

দাকোপ প্রতিনিধি

দাকোপের ৩ নং লাউডোব ইউনিয়নের সকল স্বতন্ত্র প্রার্থী আজ বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন নৌকার প্রার্থী শেখ যুবরাজ।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৩ নং লাউডোবে সাবেক চেয়ারম্যান শেখ যুবরাজ (আ’লীগ), বর্তমান চেয়ারম্যান সরোজিত রায় (স্বতন্ত্র) এবং সবুজ সরকার (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল হোসেনকে সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থী সরোজিত রায় এবং সবুজ সরকার উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার অহিদুল ইসলামের কার্যালয়ে এসে নৌকার সমর্থনে লিখিত আবেদন করে নিজেদের মনোনয়পত্র প্রত্যাহার করে নেন।

এ সময় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ যুবরাজ সেখানে উপস্থিত ছিলেন। ফলে লাউডোব ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী শেখ যুবরাজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন