বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় ৬৪৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

খুলনায় মাদক বিরোধী অভিযানে ৬৪৮ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (২০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে জেলার ডুমুরিয়া থানাধীন চুকনগর গ্রামস্থ সর্দারপাড়া জনৈক সমির সর্দার এর বাড়ির সামনে অভিযান চালায় র‌্যাব।

এ সময়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে কুমড়ী, লোহাগড়ার মোঃ মেহেদী হাসান মিলন (৩২) পিতা মৃত আশরাফুল আলম এবং গোপালপুর, পাইকগাছার জিএম তৈয়বুর রহমান (৩৪) পিতা মোঃ ওয়াজেদ আলী গাজী কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দেহ তল্লাশীকরে ৬৪৮ (ছয়শত আটচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও ২ (দুই) টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলনা জেলার ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

খুলনা গেজেট/এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন