বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রলির চাপায় মা নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রলির চাকা পিষ্ঠে নিহত হয়েছেন মা লতিফা বেগম (৪২)। বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে ডুমুরিয়া উপজেলার নওয়াকাঠি বাজারে এদুর্ঘটনা ঘটেছে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানিয়েছেন, ডুমুরিয়া বাসস্ট্যান্ডের পাশের বাসিন্দা আব্দুল হালিম সরদারের ছেলে ও স্ত্রী মোটরসাইকেল যোগে নওয়াকাঠি যান। সেখান থেকে ফেরার পথে সড়কের গতিরোধকের উপরে পড়ে যান ছেলেটির মা লতিফা বেগম। পেছন থেকে ইটভর্তি ট্রলি চাপা দিয়ে যায় তাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন লতিফা বেগম। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন