বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনার আদালত চত্বরে ১২৫ মামলার আলামত ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

খুলনায় তদন্তাধীন ও নিষ্পত্তিকৃত ১২৫ মামলা আলামত আদালত চত্বরে ধ্বংস করা হয়েছে। বুধবার ( ১০ মার্চ ) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদের নির্দেশে এ আলামত ধ্বংস করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করেছেন সিএসআই বাহাউদ্দিন মোল্লা।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪ টা থেকে সাড় ৫ টা পর্যন্ত এ কর্যক্রম চলে। এ সময় পাঁচ হাজার পিছ ইয়াবা, ২৫০ বোতল ফেন্সিডিল, ৪০০ লিটার মদ ও সাড়ে তিন কেজি গাজা আগুনে পোড়ানো হয়।

বাহাউদ্দিন মোল্লা জানান, আদালত চত্বরে জায়গা অপ্রতুল। সংকটের কারণে এগুলো রাখা আর সম্ভব হয়নি। উর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে মামলার তদন্তাধীন ও নিষ্পত্তিকৃত মামলার আলামত ধ্বংস করা হয়েছে। এ কাজে নেতৃত্ব দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার আহমেদ।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন