মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় ট্রাকের ধাক্কায় গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ফুলতলা উপজেলাস্থ এ গফুর ক্লিনিকের সামনে বুধবার দুপুর পৌনে ২টার দিকে যশোর-খুলনা মহাসড়কে খুলনাগামী একটি ট্রাকের ধাক্কায় সাথী বেগম (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী আশরাফুল মল্লিক আহত হয়েছেন। তারা ফুলতলার দামোদর নতুনহাট এলাকার বাসিন্দা।

জানা যায়, সাথী বেগম ও তার স্বামী দু’জনে অসুস্থ বোনকে দেখার জন্য এ গফুর ক্লিনিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় যশোর থেকে খুলনাগামী বালু বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।

উল্লেখ্য, সাথী বেগমের স্বামী আশরাফুল মল্লিক আরএফএল কোম্পানিতে গাড়ি চালক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা যায়।

এ ঘটনায় ট্রাক চালক এবং হেলপারকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে বলে জানা যায়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন