মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। সোমবার (১ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার নৈহাটি ইউনিয়নের সুতালের বটতলার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, খুলনা মহানগরীর লবনচরা এলাকার মোঃ হাসেম মুন্সির ছেলে নাজমুল (৩২), বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া এলাকার আফতাব শেখের ছেলে রবি (৩০) ও দিঘলিয়া উপজেলার চন্দনি মহল এলাকার আবুল কালামের ছেলে মাহমুদ (৩১)। মাহমুদকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

খুলনা গেজেট/তুরান/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন