মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মাহফিলে যাওয়ার পথে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত

ফুলবাড়িগেট প্রতিনিধি

খুলনায় ট্রাক চাপায় শিরোমনি বাজারের কাঁচামাল ব্যাবসায়ি ইলিয়াস (৫০) নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯ টায় ফুলবাড়ীগেট এলাকার মোদাচ্ছের মার্কেটের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শহিদুল্লাহ নামে অপর এক কাঁচামাল ব্যবসায়ী আহত হয়েছেন ।

এ তথ্য নিশ্চিত করেছেন খান জাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস। তিনি বলেন, নিহত ব্যাবসায়ি ইলিয়াস শিরোমনি থেকে সিএনজিতে দৌলতপুরে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানায়, খুলনা মহানগরীর শিরোমনি থেকে সিএনজিতে করে দৌলতপুরে ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াস মুন্সি। সিএনজিটি খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট মোদাচ্ছের মার্কেটের সামনে এলে শিরোমনিগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানার এস আই রোকনুজ্জামান জানান, তার মরদেহ খুমেক হাসপাতালে রয়েছে।

 

খুলনা গেজেট/এইচএমবি/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন