মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনায় র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানী) এর অভিযানে একটি রিভলবার ও ২ রাউন্ড গুলিসহ মোঃ শরিফুল ইসলাম মুন্না (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার সকালে রুপসা থানাধীন নৈহাটি মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মুন্না ওই এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে।

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল খুলনা জেলার রুপসা থানাধীন নৈহাটি মধ্যপাড়া এলাকার জনৈক তৈয়বুর রহমান এর বসত বাড়ির সামনে থেকে মুন্নাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রুপসা থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন