মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নাগরিক ঐক্য’র একুশের আলোচনা ও ২৭নং ওয়ার্ড কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্য খুলনা নগর কমিটির আয়োজনে গত ২১ ফেব্রুয়ারি মহান একুশের খুলনার প্রেক্ষাপটের ওপর স্মৃতিচারণমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর শাখার আহ্বায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন। আলোচনায় অংশ নেন নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান, সদর থানা শাখার সদস্য সচিব সেলিম রেজা বকুল, লবণচরা থানা শাখার সদস্য সচিব মাসুমা আক্তার হাসি ও বেলাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর শাখার সদস্য এম এন আলী শিপলু।

অনুষ্ঠান শেষে ২৭ নং ওয়ার্ডের কমিটি গঠন করা হয়। নাগরিক ঐক্যের মহানগরের ওয়ার্ড পর্যায়ে এটাই প্রথম কমিটি। ২৭নং ওয়ার্ড কমিটির আহ্বায়ক মনোনীত হন জেড এ দিপু প্রধান ও সদস্য সচিব মনোনীত হন মোঃ আল সায়েদীন সৈকত।

 

খুলনা গেজেট/এমএইচবি

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন