মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

মানব পাচার মামলায় গ্রেপ্তারকৃত বাবুর স্বীকরোক্তিমূলক জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক

মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার এবাদুল মোল্লা ওরফে বাবু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার (২০ ফেব্রুয়ারি) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে এ জবানবন্দি প্রদান করে সে ।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৭ নভেম্বর খালিশপুর থানায় দায়ের করা মানব পাচার মামলার আসামি এবাদুল মোল্লা ওরফে বাবু দালাল (৪৭) কে ১৬ ফেব্রুয়ারি দুপুরে দিঘলিয়া উপজেলার ডেমরা গ্রাম থেকে খুলনা সিআইডি গ্রেপ্তার করে। সে উক্ত গ্রামের মৃত হোসেন মোল্লার ছেলে। ওই দিন সাতদিনের রিমান্ডের আবেদন জানিয়ে প্রেরণ করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সিআইডি পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত বাবু ও তার সহযোগীরা খালিশপুরের চুন্নু শেখের মেয়ে আখিঁ আক্তারকে ঢাকায় চাকুরি দেয়ার কখা বলে ভারতে নিয়ে সেখানকার একটি বাড়িতে জোরপূর্বক অনৈতিক কাজ করতে বাধ্য করে। তিনি সেখান থেকে পালিয়ে এসে খালিশপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত দু’জন গ্রেপ্তার হয়েছে। তারা উভয় আদালতকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। খুলনায় তাদের একটি চক্র আছে, তাদেকে সকলকে আইনের আওতায় আনা হবে।

 

খুলনা গেজেট/এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন