মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী‌দের ওপর হামলার প্রতিবা‌দে খু‌বি‌তে মানববন্ধন

খুবি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর মধ্যরাতে বাসস্থানে অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার ( ১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মেইনগেটের সামনে দুপুর ১২ টায় শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।

খুবির ৪র্থ বর্ষের শিক্ষার্থী জোবায়ের হোসাইন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর রাতের আধারে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তা সারাদেশের ছাত্রসমাজের জন্য অপমান ও লজ্জাজনক ঘটনা। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা এবং ভবিষ্যতে যেন ছাত্ররা বাইরের গুন্ডা বাহিনীর হাতে অপদস্ত না হয় সেই নিরাপত্তা নিশ্চিত করা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন