মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় একদিনে সর্বোচ্চ টিকাগ্রহণকারী ৮ হাজার ৯০

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা গ্রহণে সাধারণ মানুষের বয়সের সর্বনিম্নসীমা কমিয়ে ৪০ বছর করায় খুলনায় টিকা গ্রহণকারীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। আজ বুধবার টিকা প্রদান শুরুর এগারোতম দিনে খুলনায় টিকা নিয়েছেন ৮ হাজার ৯০ জন ব্যক্তি। এরমধ্যে ৪ হাজার ৮শ’ ৮৫ জন পুরুষ ও ৩ হাজার ২শ’ ৫ জন নারী রয়েছে। এ পর্যন্ত মোট নিয়েছেন ৪৭ হাজার ৫শ’ ১১ জন।

খুলনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, খুলনায় ৭ ফেব্রুয়ারি সকাল থেকে করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান শুরু হয়েছে। এগারোতম দিনে সর্বোচ্চ সংখ্যক ৮ হাজার ৯০ জনকে টিকা দেয়া হয়েছে। এরমধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৩ হাজার ৪শ’ ৪৫ জনকে টিকা দেয়া হয়েছে। যার মধ্যে ২ হাজার ২শ’ ২৮ জন পুরুষ ও ১ হাজার ২শ’ ১৭ জন মহিলা রয়েছে।
আর নয়টি উপজেলায় দেয়া হয়েছে ৪ হাজার ৬শ’ ৪৫ জনকে। যার মধ্যে ২ হাজার ৬শ’ ৫৭ জন পুরুষ ও ১ হাজার ৯শ’ ৮৮ জন মহিলা। আর কয়রা উপজেলায় ২৯০, বটিয়াঘাটায় ৭৩০, দাকোপে ৭৩৬, দিঘলিয়ায় ২৫০, ডুমুরিয়ায় ৭৩৫, ফুলতলায় ২৮৪, পাইকগাছায় ৭১০, রূপসায় ৬৩০ এবং তেরখাদায় ২৮০ জনকে টিকা দেয়া হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন