মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা নগরীর সকল উন্নয়ন কাজ বর্ষা মওসুমের পূর্বে শেষ করার আহ্বান উন্নয়ন কমিটির

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর সকল সড়ক, ড্রেন নির্মাণ ও সংস্কার কর্মকান্ড বর্ষা মওসুমের পূর্বেই মানসম্মতভাবে সমাপ্ত করার আহ্বান জানিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র সভাপতি শেখ আশরাফ উজ জামান এবং মহাসচিব শেখ মোহাম্মদ আলী।

বিবৃতিতে তারা বলেন, খুলনা শহরের সড়ক, ড্রেনসহ সকল নির্মাণ ও সংস্কার-কর্মকান্ড বর্ষা মওসুমের পূর্বেই মানসম্মতভাবে নির্মাণ কাজ শেষ না করলে খুলনা শহরে মারাত্মক জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং জনগণ চরম দুর্ভোগের সম্মুখীন হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানান। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন