মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কেসিসি’র ১০ নং সংরক্ষিত আসনের উপনির্বাচন উপলক্ষে পুলিশ কমিশনারের ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পো’রেশনের ১০ নং সংরক্ষিত আসনের (২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ড) উপনির্বাচন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা দিকনির্দেশনামুলক ব্রিফিং করেন।

বয়রাস্থ কেএমপি’র পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ের সময় আরও উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম), ডেপুটি পুলিশ কমিশনার মোঃ তাজুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানাসহ অতিঃ ডেপুটি পুলিশ কমিশনারবৃন্দ, সহকারি পুলিশ কমিশনারবৃন্দ, অফিসার ইনচার্জবৃন্দ এবং উপনির্বাচনে নিয়োজিতব্য পুলিশ সদস্যগণ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন