মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

বিএল কলেজ শিক্ষকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার নেই

নিজস্ব প্রতিবেদক

দৌলতপুর সরকারি বিএল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মাদ আলীর উপর হামলার ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার কলেজের সামনে শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। আহত শিক্ষকের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো।

দৌলতপুর থানার কর্তব্যরত অফিসার রাতে খুলনা গেজেটকে জানান, কলেজ কর্তৃপক্ষ বা আহত শিক্ষক থানায় এখনো কোন মামলা করেননি। ঘটনাটি উর্ধ্বতন কর্মকর্তারা জেনেছেন। থানায় অভিযোগ এলেই এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়া হবে। অভিযান অব্যাহত রয়েছে।

আহত শিক্ষক মোহাম্মাদ আলী জানান, কলেজ কর্তৃপক্ষ মামলার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। তবে আগামীকাল বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করা হতে পারে বলে তিনি রাতে খুলনা গেজেটকে জানান।

এর আগে দুপুরে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রিয় ও আঞ্চলিক শিক্ষক পরিষদ এবং সাধারণ ছাত্র-ছাত্রীরা খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

 

খুলনা গেজট/এমএইচবি

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন