মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় কৃষক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত গোপালগঞ্জ,খুলনা,বাগেরহাট,সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান আজ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এম জালাল আহমেদ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার প্লানিং উইং এর উপ-পরিচালক মোঃ শেখ ফরিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান ও প্রকল্প পরিচালক আলমগীর বিশ্বাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুজয় চৌধুরী, কৃষি অর্থনীতিবিদ রেহেনা সুলতানা, কৃষি তথ্য সার্ভিস খুলনার অতিরিক্ত উপ- প্রকল্প পরিচালক মোঃ তৌহিদীন ভূঁইয়া,  কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, কৃষি সম্প্রসারণ অফিসার শিউলি মজুমদার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মমতাজ উদ্দিন মোল্লা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রহমান, হিমাংশু রায়, জেহাদুল ইসলাম শেখ ও সোহেল রানা প্রমূখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা কৃষি অফিসার মোঃ ফরিদুজ্জামান। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে এ প্রকল্পের সফল কৃষক হিসেবে মোঃ মহব্বত আলী শেখ কে প্রধান অতিথি পুরস্কার প্রদান করেন। পরবর্তীতে মধ্য মেয়াদী মূল্যায়নের জন্য এ প্রকল্পের বিভিন্ন প্রদর্শনী ও প্রযুক্তি পরিদর্শন করে মূল্যায়ন টিমের সকল সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।

খুলনা গেজেট/   টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন