মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে মাদকসহ চার কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় চার জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট হতে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানাযায়, আটককৃত আসামীরা হলেন, গোপালগঞ্জ জেলা ও থানার মৃত আলী শেখের ছেলে মেহেদী হাসান মানিক(২২), মোঃ আলী আকবর কোরাইশীর ছেলে মোসাঃ ইতি আক্তার(২৫), খুলনা থানার পুলিশ লাইন সুইপার কলোনীর পরিমল কুমার দাসের ছেলে অজয় কুমার দাস(২৯) এবং খালিশপুর থানার পালপাড়া বড় বয়রা মোঃ আনোয়ার হোসেন মানিকের ছেলে মোঃ সাগর হোসেন(২৩)। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন