মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

গিলাতলায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়ায় স্বামী পরিত্যাক্তা, তুষার নন্দীর কন্যা চৈতী নন্দী (২৪) বৃহস্পতিবার সকালে বসতঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে । চৈতীর ৪ বছরের প্রান্তী নামে এক শিশু সন্তান রয়েছে।

এলাকাবাসি জানান স্বামীর বাড়ি থেকে আসার পর চৈতি তার বাবা ও মায়ের কাছে থাকতো। সকাল ৬ টায় তার বাবা কাজের উদ্দেশ্য বের হয় বাড়ি থেকে।  তার মা পার্শবর্তী দোকানে গেলে সকাল সাড়ে ৮ টার সময় সে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় । দোকান থেকে ফিরে এসে চৈতির মা তার মেয়েকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। এ সময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। স্বামীর বাড়ি থেকে আসার পর থেকে কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলো বলে স্থানীয়রা জানান ।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় থানায় অপমৃত্য মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন