মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’ বিল পাশে সিটি মেয়রের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খুলনায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় সংসদে বিল পাস হওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

‘‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১’’ সংসদে পাসের মাধ্যমে অবহেলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে আরো একধাপ অগ্রগতি হলো উল্লেখ করে সিটি মেয়র বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে এতদাঞ্চল ছাড়াও দেশের চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন, উচ্চশিক্ষা গ্রহণ, গবেষণা এবং চিকিৎসাসেবা সম্প্রসারণে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিলটি পাস হওয়ায় সিটি মেয়র মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন