মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পাটকল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

ব্যক্তিমালিকানা জুটমিল চালু ও চুড়ান্ত বকেয়া পাওনা পরিশোধের দাবিতে আজ সোমবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনা পিকচ্যার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বেসরকারি জুট মিলের শ্রমিকরা। ছয় দফা দাবিতে বেসরকারি পাট সুঁতা বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশন এ কর্মসুচি আয়োজন করে।

বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রচার সম্পাদক তারেক সাইফুল্লাহর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ বকতিয়ার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার, সেকেন্দার আলী, ওবায়দুর রহমান, আবুল কাশেম মোকছেদ মোল্লা, লুৎফর রহমান খান, বাবুল শেখ, আঃ ওহাব, নিজামউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাবউদ্দিন, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস ও মোঃ ইমরান হোসেন প্রমুখ।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন