মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় আবারও জিতলেন সেলিম জাহাঙ্গীর

পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি বেশী হওয়ায় বেশির ভাগ ভোটারকে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। নির্বাচনে মেয়র পদে আওয়ামী মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীকে ৮ হাজার ৩’শ ৬৫ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মত বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিবি’র এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল কাস্তে প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬’শ ২৩ ভোট। নির্বাচিত কাউন্সিলরা হলেন, সংরক্ষিত ১নং ওয়ার্ডে রাফেজা খানম (আ’লীগ), সংরক্ষিত ২নং ওয়ার্ডে কবিতা রাণী দাশ (আ’লীগ), সংরক্ষিত ৩নং ওয়ার্ডে আসমা আহম্মেদ (আ’লীগ)। ১নং সাধারণ ওয়ার্ডে মোঃ আলাউদ্দীন গাজী (আ’লীগ) বিনাপ্রতিদ্বন্দ্বিতায়, ২নং ওয়ার্ডে মোঃ অহেদ আলী গাজী (স্বতন্ত্র), ৩নং ওয়ার্ডে মোঃ আব্দুল গফফার মোড়ল (আ’লীগ), ৪নং ওয়ার্ডে এস,এম তৈয়েবুর রহমান (বিএনপি), ৫নং ওয়ার্ডে রবিশংকর মন্ডল (আ’লীগ), ৬নং ওয়ার্ডে কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ (বিএনপি), ৭নং ওয়ার্ডে শেখ মাহবুবুর রহমান রঞ্জু (স্বতন্ত্র), ৮নং ওয়ার্ডে ইমরান হোসেন সরদার (বিএনপি) ও ৯নং ওয়ার্ডে এস,এম, ইমদাদুল হক (বিএনপি)।

উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, পৌরসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পেরেছি। নির্বাচনে কোথাও কোন সংঘাত কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন