মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় সাকিব (২০) নামে এক মটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সাকিব উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাবুনিয়া গ্রামের হাফিজুল সরদারের ছেলে।

চাচা আলামিন সরদারের সাথে মটর সাইকেলে সে বুধবার বিকালে কপিলমুনির দিকে যাওয়ার সময় হাবিবনগর মাদ্রাসার সন্নিকটে  খুলনার দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে সাকিব গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন