মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দাকোপে ১১ কেজি হরিণের মাংসসহ দু’জন আটক

দাকোপ প্রতিনিধি

খুলনার দাকোপে ১১ কেজি হরিণের মাংসসহ দুই ব্যাক্তিকে আটক করেছেন থানা পুলিশ। এঘটনায় ওই ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামী এখন জেল হাজতে।

থানা পুলিশ সূত্রে গেছে, সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার রায়ের নেতৃত্বে পুলিশ উপজেলার পানখালী এলাকায় অভিযান চালায়। এসময় মাসুদের দোকানের সামনে রাস্তার উপর থেকে চিত্রল হরিণের ১১ কেজি কাঁচা মাংস ও মটর সাইকেলসহ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। আটক ব্যক্তিরা হলেন খুলনা খানজাহান আলী থানার আটরা পাল পাড়া এলাকার খান গোলজার আহম্মেদের ছেলে খান মুজিবুল সুলতান (৩৩) ও ফরিদপুর জেলার পিচনাইল থানার সালতী এলাকার আয়নাল ফকিরের ছেলে মোঃ টিটু হোসেন (২৪)। যার বর্তমান ঠিকানা খুলনার খানজাহানআলী থানার মসিয়ালী পশ্চিম পাড়া এলাকায়।

থানা অফিসার ইনচার্জ সেখ সেকেন্দার আলী বলেন আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন