মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কা‌শেম হত‌্যা মামলার স্বাক্ষ‌্য গ্রহণের পরবর্তী তা‌রিখ ৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক

জন‌নিরাপত্তা বিঘ্নকারী ট্রাইব‌্যুনা‌লের জজ আজ মঙ্গলবার কার্য‌দিব‌সের প্রথ‌মেই জাপা নেতা শেখ আবুল কা‌শেম হত‌্যা মামলার কার্যক্রম শুরু ক‌রেন। তার পূ‌র্বে আসামী সা‌বেক সংসদ সদস‌্য আব্দুল গফ্ফার বিশ্বাস কাঠগড়ায় অবস্থান নেন। রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী আদালত‌কে জানান স্বাক্ষী ম‌্যা‌জি‌স্টেট সগীর আহ‌মেদ চো‌খে অপা‌রেশন হওয়ায় তি‌নি স্বাক্ষ‌্য দি‌তে আস‌তে পা‌রেন‌নি। এ মামলার পরবর্তী তারিখ ‌নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৩ মার্চ। আসামী আব্দুল গফ্ফার বিশ্বাস ছাড়া অন‌্যান‌্য আসামীরা অনুপ‌স্থিত ছিল।

আসামী প‌ক্ষে এড‌ভো‌কেট এস এম মঞ্জুরুল আলম, পার‌ভেজ আলম খান, তৌ‌হিদুর রহমান তুষার, মামুন মোর‌শেদ মুন্না প্রমূখ উপ‌স্থিত ছি‌লেন। রাষ্ট্র প‌ক্ষের পি‌পি আ‌রিফ মাহমুদ লিটন উপ‌স্থিত ছি‌লেন। ট্রাইব‌্যুনাল প্রাঙ্গ‌নে উৎসুক জনতার ভীড় ছিল। নিহত আবুল কাশে‌মের ভাই‌পো শেখ ম‌নিরুজ্জামান এলু আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালের ২৫ এপ্রিল দুপুরে খুলনা সদর থানার অদূরে স্যার ইকবাল রোডে বেসিক ব্যাংকের সামনে চিহ্নিত সন্ত্রাসীদের গুলিতে শেখ আবুল কাশেম ও তার ড্রাইভার মিখাইল মারা যান। খুলনা থানায় মামলা দায়ের হলেও পরে মামলাটি তদন্তর দায়িত্ব পড়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ওপর। তারা দীর্ঘ তদন্ত করে ১৯৯৬ সালের ৫ মে ১০ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।

এতে আসামী করা হয়, সৈয়দ মনিরুল ইসলাম (মৃত), তরিকুল হুদা টপি, আব্দুল গফফার বিশ্বাস, ইকতিয়ার উদ্দিন বাবলু (নিহত), ওসিকুর রহমান, মুশফিকুর রহমান, মফিজুর রহমান, মিল্টন ও তারেক।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন