মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

জাপা নেতা কা‌শেম হত‌্যা মামলার আসামী কাঠগড়ায়

নিজস্ব প্রতিবেদক

জন‌নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব‌্যুনালের জজ সাইফুজ্জামান হি‌রো আজ মঙ্গলবার বেলা ১১টা ৩৭ মি‌নি‌টে এজলা‌সে ও‌ঠেন। তি‌নি এজলা‌সে আসার আ‌গেই আসামী গফ্ফার বিশ্বাস কাঠগড়ায় ও‌ঠেন। ত‌বে মামলার অন‌্য আসামীরা আদাল‌তে হা‌জির হয়‌নি।

আদালত সূ‌ত্রে জানা যায়, এখনও পর্যন্ত কোন স্বাক্ষী‌র হা‌জিরাপত্র জমা হয়‌নি। নিহত আবুল কা‌শে‌মের ভাই‌পো শেখ ম‌নিরুজ্জামান এলু ই‌তিম‌ধ্যে আদাল‌তে উপ‌স্থিত হ‌য়ে‌ছেন। এ মামলায় আদালত প্রাঙ্গ‌নে কৌতুহলী দর্শকদের উপ‌স্থিতি রয়ে‌ছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন