মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়ায় সন্ত্রাসীরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। ২৩ জানুয়ারি শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে দিঘলিয়া উপজেলায় সেনহাটি মধ্যপাড়া গ্রামের মোঃ ইউসুফ আলীর পুত্র মামুন (২৬) নামে এক যুবককে অজ্ঞাত নামা সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করে । সন্ত্রাসীরা তাকে বার্মাশীল খেয়াঘাটে ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে উক্ত ঘাটের একজন মাঝি তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। ঢাকায় নেয়ার পথে রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনহাটি মধ্যপাড়া মসজিদের পাশে জানাজা শেষে লাশ দাফনের প্রস্তুতি চলছিল।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহজনক কিছু নাম পেয়েছি। তাদেরকে গ্রেপ্তারে আমাদের টিম মাঠে কাজ করছে। মৃতদেহের দাফন শেষে নিহতের স্বজনরা থানায় অভিযোগ দিলে আমরা মামলা গ্রহণ করবো।

খুলনা গেজেট/ এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন