মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

ফুলতলা প্রতিনিধি

খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা এ গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে শুক্রবার (২২ জানুয়ারি) বিকালে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র ইব্রাহীম মোড়ল (২২) নিহত হন। নিহত ওই যুবক ফুলতলার বরণপাড়া গ্রামের ওসমান মোড়লের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনাগামী মাইক্রোবাস (ঢাকা মেট্রো-গ-১৪-২১৯৮) এ গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে এসেই গাড়ির ডানপাশের চাকা বিকট শব্দে হয়ে ফেটে সড়কের মাঝামাঝি এসে যায়। ঠিক তখনি বিপরীতমুখী মোটরসাইকেল ওই মাইক্রোবাসের সাথে মুখোমুখি ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী ইব্রাহীম গুরুতর জখম হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ইব্রাহীম ফুলতলা এম এম কলেজের ডিগ্রীর দ্বিতীয় বর্ষের ছাত্র।

হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন