মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় সরিষা প্রদর্শনীর মাঠ দিবস

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের টিপনা গ্রামে টিপনা ভিলেজ সুপার মার্কেট সংলগ্ন মাঠে সরিষা প্রদর্শনীর মাঠ দিবস হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজস্ব অর্থায়নে এ আয়োজন করে।

স্থানীয় ইউপি সদস্য শেখ মহাসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিএম বদরুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. রবিউল ইসলাম বিশ্বাস, মো. ইকবাল হোসেন প্রমূখ। এতে প্রায় ১২০ জন কৃষক অংশ নেন।

মাঠ দিবসে প্রধান অতিথি সরিষার বিভিন্ন জাত পরিচিতি, উৎপাদন কৌশল, রোগ, পোকামাকড় ও বীজ উৎপাদনের কৌশলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন