মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় প্রায় সাড়ে ৩’শ গ্রাম ডায়মন্ডের পাথরযুক্ত স্বর্ণের গহনা উদ্ধার, আটক ১ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

খুলনার জি‌রো প‌য়েন্ট এলাকা থে‌কে বিপুল প‌রিমান স্বর্ণালংকার উদ্ধারসহ শামীম হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে পু‌লিশ। সোমবার (১৮ জানুয়ারি) রূপসী রূপসা এলাকা থে‌কে তাকে আটক করে পু‌লিশ। এসময় তার কাছ থেকে ৩৩২.৩১ গ্রাম ডায়মন্ডের পাথরযুক্ত স্বর্ণের গহনা উদ্ধার করা হয়। সে কলারোয়ার সুভাঙ্কারকাঠি গ্রামের রায়হান উ‌দ্দিনের ছেলে। এ ব্যাপারে লবনচরা থানায় একটি মামলা হয়েছে।

পু‌লিশ সূ‌ত্রে জানা য‌ায়, সাতক্ষীরার কলা‌রোয়া থেকে এক‌টি মাই‌ক্রোবা‌সে বিপুল প‌রিমাণ স্বর্ণালংকার নি‌য়ে ঢাকায় যা‌চ্ছিল ওই শামীম হো‌সেন (৫৩)।

গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে লবণচরা থানা পুলিশের একটি বিশেষ টিম রূপসী রূপসা এলাকা থে‌কে তাকে আটক করে।

এদিকে কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে কেএমপি’র লবণচরা থানার একটি বিশেষ টিম রূপসী রূপসা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩২ দশমিক ৩১ গ্রাম ডায়মন্ডের পাথরযুক্ত স্বর্ণের গহনাসহ শেখ শামীম হোসেনকে (৫৩) আটক করে। সে সাতক্ষীরার কলারোয়া হেলাতলা ইউনিয়নের সুভাঙ্কারকাঠি এলাকার মৃত: রায়হান উদ্দীনের ছেলে। এ বিষয়ে লবণচরা থানার মামলা বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা দায়ের করা হয়েছে( নং-১৪)।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন