মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফাতেমা স্কু‌লের প্রাক্তন শিক্ষক কবিরুল ইসলামের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

খুলনা ফাতেমা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মুহাম্মদ কবিরুল ইসলামের দাফন আজ মঙ্গলবার সকালে টুটপাড়া কবরস্থানে সম্পন্ন হ‌য়ে‌ছে। এর আ‌গে সকাল ৮টায় তার নামা‌জে জানাযা টুটপাড়া তালতলা হাসপাতাল বায়তুশরফ জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

জানাজায় সা‌বেক এম‌পি নজরুল ইসলাম মঞ্জু, সা‌বেক মেয়র ম‌নিরুজ্জামান ম‌নি, মরহু‌মের বড় ভাই প্রফেসর শেখ মুহাম্মদ আশরাফ, খুলনা গে‌জেট সম্পাদক মো: মাহমুদ আহসানসহ এলাকার গণ‌্যমান‌্য ব‌্যক্তি ও আত্মীয় স্বজনরা উপ‌স্থিত ছি‌লেন।

সোমবার বিকেল ৪ টা ২০ মি‌নি‌টে ঢাকা সিএমএইচ এ চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন মুহাম্মদ কবিরুল ইসলাম। মৃত‌্যুকা‌লে তি‌নি স্ত্রী, দুই ছে‌লে ও এক মে‌য়ে সহ অসংখ‌্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন