মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২২ জানুয়ারি, আচরণবিধি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

আগামী ২২ জানুয়ারি (শুক্রবার) খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং খুলনা-৬২২) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক স্বাক্ষরিত নির্বাচন আচরণবিধি ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন পূর্বক সীমিত পরিসরে নির্বাচনি প্রচারণা করতে হবে। নির্বাচনি প্রচারণায় কোন প্রকার মাইক বা উচ্চ শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কতিপয় প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচন প্রচারণায় উচ্চ শব্দযন্ত্র ব্যবহার করে জনভোগান্তির সৃষ্টি করছেন। যা নির্বাচনি আচরণবিধির লংঘন এবং শাস্তিযোগ্য অপরাধের শামিল।

বর্তমান করোনার প্রাদুর্ভাবকালীন জনস্বাস্থ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কর্তৃক স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালন করে এবং নির্বাচন পরিচালনা কমিটির ঘোষিত নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে অনুসরণ পূর্বক উচ্চ শব্দযন্ত্র ব্যবহার না করে সীমিত পরিসরে নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। খুলনা শ্রম অধিদপ্তরের পরিচালক ও রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন্স স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে। সূত্র:প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন