মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় মাদকদ্রব্য উদ্ধারসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ ঘন্টায় ৭ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃত আসামীরা হলেন, সাতক্ষীরার তলুইগাছা এলাকার মৃত আঃ সাত্তার শিকদারের ছেলে আমিনুর রহমান(২৫), একই এলাকার মোঃ বেল্লাল গাজীর ছেলে আফজাল হোসেন(২৫), বাগেরহাটের মোল্লারহাটের কাকা মিয়া মোল্লার মেয়ে লাবনী বেগম(২৫), খালিশপুরের উত্তর কাশিপুর এলাকার মৃত আঃ হান্নান শেখের ছেলে মোঃ আসলাম শেখ ওরফে বাট্টু(২৯), নগরীর টুটপাড়া দিলখোলা রোড এলাকার ভাড়াটিয়া মোঃ আশিকুর রহমান সেলিমের স্ত্রী মোছাঃ ঝুনু বেগম এ্যানি(৩৫), খুলনার রেলওয়ে ঘাট কলোনী এলাকার জগদীশ মিস্ত্র’র ছেলে গৌতম মিস্ত্রি(৩৫) এবং বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের মোহম্মদ তালুকদারের ছেলে দেলোয়ার তালুকদার(৪৬)। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৫৫০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন