মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ফুলতলায় ১শ’ পিচ ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ফুলতলা প্রতিনিধি

জেলা গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলতলার দামোদর হাই স্কুল এলাকা থেকে ১শ’ পিচ ইয়াবাসহ মোঃ তহিবুর সরদার (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করে। সে খানজাহান আলী থানার পাড়িয়ারডাঙ্গা গ্রামের মৃতঃ মোহাম্মদ সরদারের পুত্র।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ গোপাল চন্দ্র রায়ের নেতৃত্বে রাত অনুমানিক ৯টায় ফুলতলার দামোদর হাইস্কুলের পশ্চিম পার্শ্ব থেকে মোঃ তহিবুর সরদারকে আটক এবং তার দেহ তল্লাসি করে পকেটে থাকা সিগারেটের প্যাকেটের মধ্য থেকে ১শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় মামলা হলে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

খুলনা গেজেট/এ হোসেন

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন