বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

মশিয়ালী হত্যাকান্ড তদন্তে ডিবি

নিজস্ব প্রতিবেদক

নগরীর খানজাহান আলী থানা এলাকার আলোচিত হত্যাকান্ডের তদন্তে নেমেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কেএমপির মিডিয়ার দায়িত্বে থাকা কানাই লাল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার নতুন তদন্তভার দেওয়া হয়েছে ডিবি ইন্সপেক্টর এনামুল হককে।

এদিকে মশিয়ালীতে তিন খুনের ঘটনায় ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এমনকি আটক হয়নি মামলার আসামী জাকারিয়া হোসেন ও তার ভাই মিল্টন। মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলো।শনিবার রাতে খানজাহান আলী থানা পুলিশ ডিবিতে মামলার নথিসহ হস্তান্তর প্রক্রিয়া শুরু করেন।

গত ১৬ জুলাই রাতে মশিয়ালী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনজন নিহত হয়।

খুলনা গেজেট / এনআইআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন