মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ইজিবাইকে অনঅনুমোদিত ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জেলা যাত্রী কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে লাইসেন্স বিহিন গণপরিবহন এবং ইজিবাইকে অনঅনুমোদিত ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন দেশের সড়ক. রেল. নৌ ও আকাশ পথে যাত্রীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিয়োজিত বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ।

মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, অন্যান্য জনপ্রতিনিধি এবং প্রশাসনের নানামুখী ইতিবাচক পরিকল্পনা সত্ত্বেও ইজিবাইক শ্রমিক লীগের নাম ব্যবহার করে কিছু অসাধু চালক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় ও হয়রানী করছে।

এক বিবৃতিতে নেতৃবৃন্দ বিষয়টির তীব্র প্রতিবাদ জানানোসহ মহানগরীর যত্রতত্র লাইসেন্সবিহীন গণপরিবহণ, ব্যাটারীচালিত রিক্সা চলাচল এবং পার্কিং বন্ধ করে পরিবহনখাতে অধিকতর শৃঙ্খলা বাড়াতে কর্তৃপক্ষের আরও কঠোর হস্তক্ষেপ কামনা করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ যাত্রী সাধারণের সুবিধার্থে মহানগরীতে বিআরটিসি’র যাত্রী বান্ধব দ্বিতল বাস চালু করার বিষয়েও কর্তৃপক্ষের নিকট আবেদন জানান।

বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি প্রকৌশলী রফিকুল আলম সরদার, সহ-সভাপতি অধ্যাপক এম. এ. মান্নান বাবলু, ড. মোঃ হারুন অর রশিদ, প্রকৌশলী এস এম আমজাদ হোসেন, শেখ মোঃ নাসির উদ্দিন, আলহাজ্ব আব্দুর রহমান, সাধারণ সম্পাদক জি এম ইউনুস আলীসহ প্রকৌশলী বেনজির আহমেদ জুয়েল, সাবেক সেনা কর্মকর্তা সহিদুল ইসলাম, এস এম নাজমুল হক খোকন, এম ডি আশরাফ হোসেন, মোঃ হাফিজুর রহমান, রাশেদ রানা, শেখ মনিরুল ইসলাম মনি, মোঃ মনির হোসেন, বিমল মল্লিক, ইসরাত জাহান জিনাত, অসীম কুমার বিশ্বাস, শেখ মাঈনুল ইসলাম জুয়েল, উৎপল জোদ্দার প্রমুখ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন