Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঈদে খুলনার সকল ব্যবসা প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আযহা উপলক্ষে খুলনার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট সাপ্তাহিক ছুটির দিনসহ রাত ৯টা পর্যন্ত খোলার রাখার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। শনিবার রাতে (২৫ জুলাই) খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আবেদনের প্রেক্ষিতে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঈদ পর্যন্ত খুলনা জেরার সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট সাপ্তাহিক ছুটির দিনসহ প্রত্যহ রাত ৯টা পর্যন্ত উদ্ভুত করোনাভাইরাস পরিস্থিতিতে সরকার বির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখার অনুমতি প্রদান করা হল।

প্রসঙ্গত্ব, প্রায় দেড় মাস বন্ধের পর গত ১০ মে থেকে ঈদুল ফিতর উপলক্ষে শর্ত সাপেক্ষে খুলনায় মার্কেট খুলে দেয়া হয়েছিল। সীমিত পরিসরে মার্কেট চালুর কথা থাকলেও স্বাস্থ্যবিধি, নিয়ম-নীতির তোয়াক্কা না করায় ১৪ মে দুপুরে খুলনা জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তিতে সকল দোকানপাট মার্কেট ও শপিং মল বন্ধের আদেশ জারি করেন। এরপর সপ্তাহে তিনদিন খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছিল। পরবর্তীতে বিকেল পর্যন্ত খোলা রাখার অনুমতি দেয়া হয়েছিল।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন