মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে মাদকসহ ৬ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গাাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কেএমপির কয়েকটি অভিযানে ৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির তিন হাজার টাকাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়,  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ডুমুরিয়ার ভান্ডার পাড়া গ্রামের মৃত আসলাম শিকদারের ছেলে মোঃ শাকিল হোসেন(১৯), মহানগরের লবনচরা জিরোপয়েন্ট এলাকার মোঃ নুর জামাল মোল্লার ছেলে লালু উদ্দিন(২০), যশোরের অভয়নগর উপজেলার মৃত আব্দুল হক গাজীর স্ত্রী মনজিলা বেগম(৬৪), যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের মৃত হাওলা বক্সের ছেলে মোঃ মহাসিন বক্স(৫৭), খুলনার রায়পাড়া মেইন রোড এলাকার মান্দার গাজীর ছেলে বুলবুল গাজী(৬০), এবং মহানগরীর ডালমিল মোড় সংলগ্ন বিসমিল্লাহ মহল্লা মালেক সাহেবের বাড়ীর ভাড়াটিয়া মোঃ লিটন মোল্যার ছেলে মোঃ রনি মোল্যা (২৪)। সূত্র:প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন